Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

     জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৪ ডিসেম্বর ১৯৭২ সালে তুলা উন্নয়ন বোর্ড গঠনের পর দেশের মধ্যাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ১৯৭৭ সালে ঢাকা জোন স্থাপন করা হয়। এ জোনের আওতায় ০৬ টি জেলায় ১৪ টি ইউনিট পরিচালিত হচ্ছে। এসব ইউনিটের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ১৯৮১ সালে কৃষি ল্যাবরেটরী বিল্ডিং, ফার্মগেট, ঢাকায় তুলা উন্নয়ন বোর্ডের ঢাকা জোনাল কার্যালয় স্থাপন করা হয়।

ঢাকা জোনের আওতায় ০৬ টি জেলার ১২ টি উপজেলায় ১৪ টি ইউনিটের নদী তীরবর্তী উঁচু জমি ও চরাঞ্চলে তুলাচাষ সম্প্রসারণ কার্যক্রম বিস্তৃত। এ জোনের তুলাচাষ এলাকা মূলত কৃষি পরিবেশ অঞ্চল ৭ (১টি ব্রহ্মপুত্র-যমুনা ফ্লাড প্লেইন), ৮ (ইয়াং ব্রহ্মপুত্র-যমুনা ফ্লাড প্লেইন), ৯ (পুরাতন ব্রহ্মপুত্র-যমুনা ফ্লাড প্লেইন) এর অন্তর্ভূক্ত।


ঢাকা জোনের তুলাচাষে প্রধান প্রধান সাফল্য

  • হেক্টর প্রতি ফলন বৃদ্ধি-বিঘাপ্রতি গড় ফলন ১৫ মণে উন্নীতকরণ;
  • তুলার সাথে সাথী ফসল চাষ করে কৃষকদেরকে অধিক লাভবান করা;
  • ১-২ বছর বয়সী লেবু বাগানে তুলাচাষের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন;
  • তুলাগাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ ও জ্যাসিড নিয়ন্ত্রণে ম্যাপাকুয়েট ক্লোরাইডের ব্যবহার নিশ্চিতকরণ;
  • তামাক চাষ এলাকায় তুলাচাষ সম্প্রসারণ;
  • বন্যা কবলিত এলাকায় আগাম তুলাচাষে সফলতা;
  • চারা করে তুলা উৎপাদনের মাধ্যমে আগাম ফসল উৎপাদন নিশ্চিতকরণ;
  • তুলা-ভূট্টা শস্যবিন্যাসের মাধ্যমে তুলাচাষ সম্প্রসারণে অগ্রগতি সাধন;
  • তুলার গুণগত মানের উন্নয়ন সাধন।

    ঢাকা জোনের তুলাচাষে সম্ভাবনাসমূহ
  • ঢাকা জোনে বাংলাদেশ হাট, যোগনী, লাউহাটি, পাকুটিয়া, নাগরপাড়া ও পাকুন্দিয়া ইউনিটসমূহের আওতায়  বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, যেখানে তুলাচাষের অপার সম্ভাবনা রয়েছে;
  • ঢাকা জোনের লাউহাটি, পাকুটিয়া, বাংলাদেশ হাট ও সাভার বাজার ইউনিটসমূহের আওতায় ব্যাপক হারে তামাকের চাষ হচ্ছে। সেগুলোতে তামাকের পরিবর্তে তুলাচাষের সম্ভাবনা রয়েছে;
  • ধানতারা, নাগরপাড়া ও পাকুটিয়া ইউনিটসমূহের আওতায় ব্যাপক এলাকায় লেবু চাষ হচ্ছে। সেসব জমিতে ১ম ও ২য় বছর বয়সের লেবু ক্ষেতে লেবুর সহিত তুলাচাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে;
  • ঢাকার পার্শ্ববর্তী ইউনিটসমূহে (কালিয়াকৈর, ধামরাই, ধানতারা, নাগরপাড়া, পাকুটিয়া) তুলার সহিত লালশাক, ডাটাশাক, মূলা প্রভৃতি ফসল সাথী ফসল হিসেবে চাষ করে কৃষকদেরকে অধিক লাভবান করে ঢাকা জোনের তুলাচাষকে জনপ্রিয় করার সুযোগ রয়েছে;
  • ঢাকা জোনের ইউনিটসমূহের এলাকাগুলোতে ভূট্টার চাষ জনপ্রিয়। তাই  ভূট্টা ফসলের পর তুলা ফসলের  (ভূট্টা-তুলা শস্যবিন্যাস) চাষ করে তুলাচাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে।

হোমস্লাইডার